Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২৪

কিউসি ল্যাব পরিচিতি

প্রাণিসম্পদ ইনপুট এবং এর পণ্যগুলির বিশ্লেষণমূলক ও মাইক্রোবিয়াল পরীক্ষার জন্য “কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি ফর লাইভস্টক এন্ড লাইভস্টক প্রোডাক্টস” (কিউসি ল্যাব) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এর অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) শীর্ষস্থানীয় গবেষণাগার। গবেষণাগারটি প্রাণিসম্পদ ফিড, সংযোজনকারী, জীববিদ্যার পাশাপাশি প্রাণিসম্পদ পণ্যগুলির পরীক্ষার সুবিধা প্রদান করে, ফলে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রণে, প্রাণিসম্পদ উৎপাদন প্রচার এবং রপ্তানির সুবিধার্থে অবদান রাখে। ডিএলএসের “প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার (কিউসি ল্যাব)” স্থাপন প্রকল্পের আওতায় ঢাকা জেলার সাভার উপজেলায় এই গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। ২০২০ সালের ২৭ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের  তৎকালীন মাননীয় মন্ত্রী কিউসি ল্যাব উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর থেকেই এটি সর্বস্তরের সেবাগ্রহীতাদের জন্য উম্মুক্ত রয়েছে। ডিএলএস-এর কিউসি ল্যাবে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি সমুহ যেমন-এইচপিএলসি, ইউএইচএফএলসি, এলসিএমএস, জিসি-এমএস, এ.এ.এস, মিট অ্যানালাইজার, বোম ক্যালরিমিটার, এগ অ্যানালাইজার, মিল্ক অ্যানালাইজার, জেন এক্সপার্ট, মালডি-টোএফ-এমএস, ন্যানোপুর জিন সিকোয়েন্সিং সিস্টেম, ইত্যাদি যেগুলির সাহায্যে দ্রুত, পুনরুৎপাদনযোগ্য এবং নিশ্চিতকরণযোগ্য ডেটা তৈরি করা হচ্ছে। একদল জ্ঞানী, দক্ষ এবং উৎসাহী বিজ্ঞানীরা এখানে কাজ করছেন যা গ্রাহকের প্রয়োজনীয়তা অনুসারে স্টেকহোল্ডারদের যথাসময়ে যথাযথ, নির্ভুল, নির্ভরযোগ্য টেস্টিং এবং বিশ্লেষণমূলক পরিষেবা প্রদান এবং আইএসও/ আইইসি ১৭০২৫ : ২০১৭ এর আন্তর্জাতিক মান পূরণের জন্য নিরন্তর উন্নতির সাথে প্রতিশ্রতিবদ্ধ।